চাঁদপুরের কচুয়া উপজেলার গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার মোঃ জাহিদ হোসেন (১৫) নামে এক ছাত্র সাত দিন ধরে নিখোঁজ। পরিবারের থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সে উপজেলার দরিয়া হায়াতপুর গ্রামের বেপাড়ী বাড়ির জামাল হোসেনের বড় ছেলে। এ ঘটনায় ছেলেটির মাতা কাজল বেগম গতকাল রোববার কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহা নম্বর: ১১৯২।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেস্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় জাহিদ। প্রতিদিনের ন্যায় পড়াশোনার উদ্দেশ্যে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ করেই জাহিদ নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জামাল হোসেনের বড় ছেলে ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিা আলিম মাদ্রাসায় ৮ম শ্রেণীতে পড়ুয়া। কিন্তু সে মাদ্রাসায় না যাওয়ায় গত এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ছেলেটির পরনে সাদা পাঞ্জাবি ও সাদা চেলোয়ার ছিল। তার উচ্চতা ৫ ফুট, মুখম-ল লম্বাটে, গায়ের রং শ্যামলা, গঠন হালকা পাতলা।
সৌদি প্রবাসী নিখোঁজ জাহিদের বাবা জামাল হোসেন বলেন, আমার বড় ছেলেকে না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। যদি কেউ আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করেন, আমরা কৃতজ্ঞ থাকবো। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে আমার স্ত্রী উৎকণ্ঠায় হয়ে পড়েছে।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো। যোগাযোগ: ০১৮৩৫৮৩৩৬৩২ / ০১৭১৩৬৩৯৪৬৯।
এব্যাপারে কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আজিজুল ইসলাম বলেন, নিখোঁজ জাহিদের সন্ধানে পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশেপাশের থানাসহ সারাদেশে বার্তা পাঠানো হয়েছে। ছেলেটির সন্ধানে কাজ অব্যাহত রয়েছে।