আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড এলাকায় রাজমহল কমিউনিটি সেন্টারের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
উপজেলা জামায়াতে ইসলামের আমির এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়ার আসনের সংসদ সদস্য প্রার্থী ও হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু ফনি ভূষন মজুমদার, সহ-সভাপতি শিবুলাল সাহা, সাধারণ সম্পাদক বাবু বিকাশ সাহ,উপদেষ্টা বাবু সনতোষ চন্দ্র সেন, সমন্বয়ক রতন ভৌমিক, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি মানিক ভৌমিক,পূজা উদযাপন পরিষদের পৌর সাধারণ সম্পাদক উজ্জ্বল মজুমদার প্রমুখ।
উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির া মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলীসহ আরো অনেকে।
এসময় উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি,নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।