কচুয়ায় ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবল ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল প্রতিযোগিতায় মুখোমুখি হয় রহিমানাগর উচ্চ বিদ্যালয় ও মনোরপুর উচ্চ বিদ্যালয়। রহিমানাগর উচ্চ বিদ্যালয় মনোরপুর উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকার ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়।
খেলার শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বক্তব্যে বলেন,খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার একেএম সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,গোহট দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফারুকী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সারফিন হোসাইন প্রমুখ।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।