ঢাকা 3:44 pm, Wednesday, 15 October 2025

কচুয়ায় জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলেছে জীবনের ঝুঁকি নিয়ে

কচুয়ার বেশ ক’টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলেছে জীবনের ঝুঁকি নিয়ে। সম্প্রতি জরিপকাজ চালিয়ে শনাক্ত করা হয়েছে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এসব ভবনের ছাদ, দেওয়াল ও বারেন্দার পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত খসে পড়ছে ছাদ-দেয়ালের পলেস্তেরা। পলেস্তেরা খসে পড়ায় আহত হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তাছাড়া পলেস্তেরা খসে পড়া অংশে ভেসে উঠা রডে মরিচা ধরছে। অকেজো হচ্ছে এই রড। একটুখানি বৃষ্টি হলেই জপজপিয়ে পড়ে বৃষ্টির পানি। এ পানিতে বিনষ্ট হচ্ছে শিক্ষার্থীদের বই প্রস্তুক। ফ্লোর ভিজে সৃষ্টি হয় স্যাত-স্যাতে অবস্থা। দরজা জানালা গুলো ভাংচুর অবস্থা। যেকোন সময়ে ছাদ ও দেয়াল ধসে পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস চলছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে সারাক্ষণই সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে।
দরিয়া হায়াতপুর সপ্রাবি, নোয়াগাঁও সপ্রাবি ও উত্তর উজানী সপ্রাবি প্রধান শিক্ষক যথাক্রমে খালেদা আক্তার, আব্দুল মোতালেব ও মমতাজ বেগম সহ বেশকটি সপ্রাবির প্রধান শিক্ষকরা জানান, জরাজীর্ণ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে সব সময়ে দুশ্চিন্তায় থাকি।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার জানান, জরাজীর্ণ ভবনগুলোতে ক্লাস চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। মোট ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টির অবস্থা খুবই জরাজীর্ণ। এ ৩৮টির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে- ৬নং শুয়ারুল, ৭নং বারৈয়ারা, ৮নং ভাটিছিনাইয়া, ১৪নং বিতারা, ১৮নং শিলাস্থান, ২০নং উত্তর শিবপুর, ২৫নং সফিবাদ, ৪২নং বরুচর, ৪৪নং উত্তর উজানী, ৪৫নং ঘাগড়া, ৪৭নং কোমরকাশা, ৪৯নং করইশ, ৫০নং হোসেনপুর, ৫২নং দোঘর, ৫৫নং দেবীপুর, ৫৯নং কোয়া-চাঁদপুর, ৬৬নং চাঁদপুর, ৭৪নং নোয়াগাঁও, ৭৯নং হারিচাইল, ৮৫নং নূরপুর, ৮৯নং নাওপুরা, ৯০নং খাজুরিয়া লক্ষীপুর, ৯৭নং উত্তর আশ্রাফপুর, ৯৮নং আশ্রাফপুর এন ই-২, ৯৯নং চাঙ্গিনী, ১০৪নং বুধুন্ডা, ১০৯ নং চাংপুর, ১১১নং নিন্দপুর, ১২২নং পশ্চিম আলিয়ারা, ১২৯নং জলা তেতৈয়া, ১৩১নং কোমরকাশা, ১৩৩নং কড়ইয়া, ১৪৩ নং মধ্য সাদিপুরা, ১৪৪নং নলুয়া দৌলতপুর, ১৪৫ নং দরিয়াহায়াতপুর, ১৫২নং খিলা, ১৫৬নং দক্ষিণ আশ্রাফপুর ও ১৫৯ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে রেলওয়ের সম্পত্তি নবায়ন করেও রেহাই পেল না  ১টি পরিবার

কচুয়ায় জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলেছে জীবনের ঝুঁকি নিয়ে

Update Time : 10:16:05 am, Tuesday, 30 September 2025

কচুয়ার বেশ ক’টি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলেছে জীবনের ঝুঁকি নিয়ে। সম্প্রতি জরিপকাজ চালিয়ে শনাক্ত করা হয়েছে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এসব ভবনের ছাদ, দেওয়াল ও বারেন্দার পিলারে ফাটল সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত খসে পড়ছে ছাদ-দেয়ালের পলেস্তেরা। পলেস্তেরা খসে পড়ায় আহত হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তাছাড়া পলেস্তেরা খসে পড়া অংশে ভেসে উঠা রডে মরিচা ধরছে। অকেজো হচ্ছে এই রড। একটুখানি বৃষ্টি হলেই জপজপিয়ে পড়ে বৃষ্টির পানি। এ পানিতে বিনষ্ট হচ্ছে শিক্ষার্থীদের বই প্রস্তুক। ফ্লোর ভিজে সৃষ্টি হয় স্যাত-স্যাতে অবস্থা। দরজা জানালা গুলো ভাংচুর অবস্থা। যেকোন সময়ে ছাদ ও দেয়াল ধসে পড়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস চলছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে দিয়ে সারাক্ষণই সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে।
দরিয়া হায়াতপুর সপ্রাবি, নোয়াগাঁও সপ্রাবি ও উত্তর উজানী সপ্রাবি প্রধান শিক্ষক যথাক্রমে খালেদা আক্তার, আব্দুল মোতালেব ও মমতাজ বেগম সহ বেশকটি সপ্রাবির প্রধান শিক্ষকরা জানান, জরাজীর্ণ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে সব সময়ে দুশ্চিন্তায় থাকি।
কচুয়া উপজেলা শিক্ষা অফিসার শাহীনা আক্তার জানান, জরাজীর্ণ ভবনগুলোতে ক্লাস চালিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। মোট ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮টির অবস্থা খুবই জরাজীর্ণ। এ ৩৮টির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছে- ৬নং শুয়ারুল, ৭নং বারৈয়ারা, ৮নং ভাটিছিনাইয়া, ১৪নং বিতারা, ১৮নং শিলাস্থান, ২০নং উত্তর শিবপুর, ২৫নং সফিবাদ, ৪২নং বরুচর, ৪৪নং উত্তর উজানী, ৪৫নং ঘাগড়া, ৪৭নং কোমরকাশা, ৪৯নং করইশ, ৫০নং হোসেনপুর, ৫২নং দোঘর, ৫৫নং দেবীপুর, ৫৯নং কোয়া-চাঁদপুর, ৬৬নং চাঁদপুর, ৭৪নং নোয়াগাঁও, ৭৯নং হারিচাইল, ৮৫নং নূরপুর, ৮৯নং নাওপুরা, ৯০নং খাজুরিয়া লক্ষীপুর, ৯৭নং উত্তর আশ্রাফপুর, ৯৮নং আশ্রাফপুর এন ই-২, ৯৯নং চাঙ্গিনী, ১০৪নং বুধুন্ডা, ১০৯ নং চাংপুর, ১১১নং নিন্দপুর, ১২২নং পশ্চিম আলিয়ারা, ১২৯নং জলা তেতৈয়া, ১৩১নং কোমরকাশা, ১৩৩নং কড়ইয়া, ১৪৩ নং মধ্য সাদিপুরা, ১৪৪নং নলুয়া দৌলতপুর, ১৪৫ নং দরিয়াহায়াতপুর, ১৫২নং খিলা, ১৫৬নং দক্ষিণ আশ্রাফপুর ও ১৫৯ নং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।