এ ওয়ান স্যানেটারি কম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সাথে কারিগরি মিস্ত্রী (প্লাম্বার) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় কচুয়া বিশ্বরোড এলাকায় জাহাঙ্গীর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে কচুয়া বাজারের স্যানেটারি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স পদ্মা ট্রেডার্সের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেসার্স পদ্মা ট্রেডার্সের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ ওয়ান কম্পানির এসআর মহান আলী, আরএসএম জিয়া রহমান। এসময় বক্তারা এ ওয়ান কম্পানির সফল প্রকারের স্যানেটারি মালামাল গুনগত তুলে ধরে কারিগরিদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেন।
মেসার্স পদ্মা ট্রেডার্সের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন মিয়াজীর বলেন, এ ওয়ান কম্পানির স্যানেটারি সকল মালামাল গুণগত। কাস্টমার ও গ্রাহকরা অফিস,আদালত ও বাড়িঘর জন্য এ ওয়ান কম্পানির স্যানেটারি মালামাল ব্যবহার বেশি করে থাকেন। স্যানেটারি কারিগরি ও মিস্ত্রীকে তাদের কাজের উপর অভিজ্ঞ বেশি হওয়ার জন্য কোম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ালরা বিভিন্ন প্রশিক্ষণ করান। কোম্পানির পক্ষ থেকে কারিগরি ও মিস্ত্রিদেরকে গিফট দেওয়া হয়।
তিনি আরো বলেন, আমার দোকানে সকল প্রকারের টাইলস, স্যানেটারি, ইলেকট্রনিক, হার্ডওয়্যার, উন্নতমানের রং, সকল প্রকার পিভিসি দরজা ও পাথর সুলভ মুল্যে পাওয়া যায়। আপনারা ভালো উন্নত মানের স্যানেটারি মালামাল আমার দোকান থেকে ক্রয় করতে পারবেন।
শিরোনাম:
কচুয়া বাজারের মেসার্স পদ্মা ট্রেডার্সের আয়োজনে স্যানেটারি কারিগরিদের সাথে মতবিনিময়
-
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ - Update Time : ১০:১৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৬৬ Time View
কচুয়ায় এ ওয়ান স্যানেটারি কম্পানির ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের সাথে কারিগরি মিস্ত্রী (প্লাম্বার) এর মতবিনিময় সভার একাংশ।
Tag :
Popular Post
















