বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের ২০২৫-২০২৭ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে আবু সাঈদ কনভেনশন হলে এ অভিষেক প্রধান অতিথির বক্তব্য রাখেন,এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সাবেক বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন। বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক মো.আসিফুর রহমান বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শরিফুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচয় পূর্বে তাদের পদপদবি তুলে ধরেন।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী,বিটিএমএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল,এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,মীর নিজান উদ্দিন আহমেদ,নিজাম উদ্দিন রাজেশ, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাল, এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোহাম্মদ আবু মোতালেব,খন্দকার রুহুল আমিন,ল্যাবএইচ ক্যান্সার হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক শাকিফ শামীম,বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন,সিনিয়র সহ-সভাপতি মো.নজরুল ইসলাম,সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ খান,মো.ইব্রাহিম,যুগ্ম সম্পাদক মহসীন কবীর,মো.জাহিদ হাসান,কোষাধ্যক্ষ শাকিরুল হক খান,সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলাম টিটু,প্রচার সম্পাদক মো.ইউসুফ মিয়া,পরিচালক শরিফুল ইসলাম মিঠুসহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে সভাপতির স্বাগত বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্তি ঘটে।