কচুয়ায় রাতের আঁধারে একটি গ্যারেজ থেকে ৪টি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া-সাচার গৌরীপুর বাইপাস সড়কের আকানিয়া পাঠান বাড়ির সামনের গ্যারেজ থেকে এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী অটোরিকশার চালক ইউসুফ বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া বিশ্বরোড এলাকায় বাইপাস সড়কের আকানিয়া পাঠান বাড়ির সামনে খলিলুর রহমানের একটি গ্যারেজে ৭টি ব্যাটারি চালিত অটোরিকশা বৈদ্যুতিক চার্জিং দিতেন চালকরা। মঙ্গলবার রাতে অটোরিকশা গুলো প্রতিদিনের মতো গ্যারেজে রেখে চলে যায়। গতকাল বুধবার সকালে এসে চালকরা গ্যারেজের শাটার খোলা অবস্থায় দেখতে পায় । গ্যারেজের ভিতরে প্রবেশ করে দেখে ৭ টি অটোরিকশা মধ্যে ৪ টি অটোরিকশা নেই। পরে অটোরিকশা চালকরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কচুয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন।
অটোরিকশা মালিক মানিক হোসেন, আরিফুল ইসলাম,মনির হোসেন ও ইউসুফ জানান, আমরা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ উত্তোলন করে কিস্তির মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা গুলো দিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। এখন আমাদের রিকশা গুলো চুরি হওয়ার ফলে পরিবার নিয়ে কিভাবে চলবো,কিস্তি কিভাবে দিবো বলে কান্না ভেঙ্গে পড়েন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ রাশিদুল ইসলাম বলেন, চুরির বিষয়ে অটোরিকশার মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।