রাজধানীর বাবুবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদপুরের উদীয়মান ক্রিকেটার আশরাফুল ইসলাম আশিক (২০)। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বাসের ধাক্কায় নিহত হন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা একজন। নিহত আশিক চাঁদপুর শহরের ষোলঘর এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোখলেছুর রহমান গাজীর ছেলে।
জানা গেছে. রবিবার সন্ধ্যায় আশিক তার এক খালাতো ভাইকে নিজের মোটরসাইকেলে নিয়ে বের হন। তারা পুরান ঢাকার বাবুবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আশিক।
চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা, বিসিবির প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে দক্ষতার সঙ্গে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন আশিক। বরাবরই ওপেনার ব্যাটসম্যান ছিলেন তিনি।
শামীম ফারুকী আরো জানান, আশিক একজন উদীয়মান ক্রিকেটার ছিলেন। তাঁর ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন। যেমনটি তার হাত ধরে জয় ও শামীম পাটোয়ারীর মতো অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই পথেই হাঁটতে যাচ্ছিলেন আশিক। কিন্তু অকালেই ঝরে গেল এই প্রতিভাবান ক্রিকেটারের প্রাণ।
চাঁদপুরের আরেক ক্রিকেটার আল আমিন বলেন, আশিকের বড় ভাই মধ্যপ্রাচ্যের কাতারে একটি মসজিদে ইমামতি করেন। তার একমাত্র বোন একজন নারী উদ্যোক্তা।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণিতে ভর্তি হন আশিক। সোমবার দুপুরে আশিকের জানাজা ষোলঘর এলাকায় অনুষ্ঠিত হয়।
পরে চাঁদপুর পৌরসভার তালতলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য সতীর্থ উপস্থিত ছিলেন।