‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যে হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো এবং হাত ধোয়ার গুরুত্ব আলোচনা করা হয়।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাত ধোয়ার গুরুত্ব উপস্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, দৈনন্দিন জীবনের প্রায় সকল কাজ আমরা হাত দিয়ে করে থাকি। তাই হাতের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন জীবন নিশ্চিতকরণে হাত ধোয়ার বিকল্প নেই। তাই, আমাদের সকলের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষকদের মধ্যে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। বক্তব্য শেষে সাবান দিয়ে হাত ধোয়া শেখা এবং শিক্ষার্থীদের তা অনুশীলন করার মাধ্যমে উপস্থাপন করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিসিটি হেলাল উদ্দিন, মেকানিক মো. নজরুল ইসলাম’সহ অন্যান্য অতিথিবৃন্দ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।