ঢাকা 11:10 pm, Wednesday, 22 October 2025

হাজীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই শ্লোগানে হাজীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন যানবাহনের মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সড়ক আইনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ন্যূনতম শিক্ষা গ্রহণ করে দক্ষতা উন্নয়ন করতে হবে এবং সড়কে সবসময় রোড সাইন মেনে চলতে হবে। গাড়ি চালানো শুরুর পূর্বে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। সড়কে কোনো প্রাণ ঝরে যাক এটি কাম্য নয়। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাড়ির ফিটনেস যাচাই এবং ফিটনেসবিহীন গাড়ি সড়কে যেন চলতে না পারে ও লাইসেন্স ছাড়া কোন চালক যেন গাড়ি চালাতে না পারে তা তদারকি করতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা ও সোহেল রানা সোহেল’সহ একাধিক পরিবহন মালিক ও শ্রমিক। এসময় সরকারি অন্যান্য কর্মকর্তা ও পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 10:36:17 pm, Wednesday, 22 October 2025

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই শ্লোগানে হাজীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর) সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।

উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন যানবাহনের মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সড়ক আইনসহ পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ন্যূনতম শিক্ষা গ্রহণ করে দক্ষতা উন্নয়ন করতে হবে এবং সড়কে সবসময় রোড সাইন মেনে চলতে হবে। গাড়ি চালানো শুরুর পূর্বে গাড়ির যন্ত্রাংশ পরীক্ষা করা এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রতিটি মানুষের জীবন অমূল্য। সড়কে কোনো প্রাণ ঝরে যাক এটি কাম্য নয়। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গাড়ির ফিটনেস যাচাই এবং ফিটনেসবিহীন গাড়ি সড়কে যেন চলতে না পারে ও লাইসেন্স ছাড়া কোন চালক যেন গাড়ি চালাতে না পারে তা তদারকি করতে হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, শ্রমিক নেতা রাশেদ আলম হীরা ও সোহেল রানা সোহেল’সহ একাধিক পরিবহন মালিক ও শ্রমিক। এসময় সরকারি অন্যান্য কর্মকর্তা ও পরিবহন মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।