হাজীগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন, কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। শারামিন আক্তার নামে এক নারীর বিরুদ্ধে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা ও মানহানির অভিযোগ এনে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনিভাবে লোকজন নিয়ে আমাদের মালিকানাধীন সম্পত্তি (ভূমি) জোরপূর্বক দখলের চেষ্টা করেন, শারমিন আক্তার নামের ওই নারী। কিন্তু তিনি সম্পত্তি দখল করতে না পেরে আমার নিকট আত্মীয়ের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে চাঁদপুরের একটি অনলাইনে সংবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, আমার আত্মীয় ওয়াসিম খাঁন ও মহসিন পাটওয়ারীর বিরুদ্ধে শারমিন আক্তার যে চাঁদা দাবির অভিযোগ করেছেন, তাকে ওই অভিযোগের প্রমাণ দিতে হবে। নতুবা তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
কামরুল ইসলাম বলেন, জানামতে শারমিন আক্তার সম্পত্তি কিনে প্রতারিত হয়েছেন। অর্থ্যাৎ যাদের কাছ থেকে তিনি সম্পত্তি কিনেছেন, ওই দাগে তাদের মালিকানা নেই। প্রকৃতপক্ষে আমরা ওই সম্পত্তির মালিক। যা আদালতের মাধ্যমেও আমরা ওই সম্পত্তির মালিকানার স্বীকৃতি পেয়েছি।
তিনি বলেন, শারমিন আক্তার যাদের কাছ থেকে সম্পত্তি কিনেছেন, তারা হাইকোর্টে মামলা দিয়েছেন। ওই মামলায় নিষেধাজ্ঞা চলমান। এই নিষেধাজ্ঞা অমান্য করে গত রোববার (১৯ অক্টোবর) তিনি বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করেন। তখন আমি ব্যবসায়ীক কাজে হাজীগঞ্জের বাহিরে ছিলাম।
বিষয়টি জানতে পেরে আমি আমার আত্মীয় ওয়াসিম খাঁন ও মহসিন পাটওয়ারীসহ স্বজনদের ঘটনাস্থলে পাঠাই এবং ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে ফোন করি। ঘটনাস্থলে গিয়ে আমার আত্মীয়-স্বজনরা পুলিশের উপস্থিতিতে সম্পত্তি দখল করতে বাঁধা দিলে শারমিন আক্তার মুঠোফোনে তাদের ভিডিও ধারন করেন।
পরবর্তীতে ওই ভিডিওটি চাঁদপুরের একটি অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশ করে আমার আত্মীয়দের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন, শারমিন আক্তার। যা মিথ্যা ও ভিত্তিহীন। আমি সাংবাদিকদের মাধ্যমে তার কাছে চাঁদা দাবির প্রমাণ চাই। যদি তিনি প্রমাণ দিতে না পারেন, তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে হাজীগঞ্জ থানা পুলিশ অবগত। থানা থেকে শারমিন আক্তারকে সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছে। তারপরও তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করছেন এবং আমাদের নামে মিথ্যা অভিযোগ রটাচ্ছেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে ওয়াসিম খাঁন ও মহসিন পাটওয়ারী’সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।