চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন কচুয়া থানার এসআই রাশেদুদ জামান।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২০২৫ সালে মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।
তারই স্বীকৃতি স্বরুপ বৃহস্পতিবার পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আব্দুর রকিব (বিপিএম-বার) এর হাত থেকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কচুয়া থানার এসআই রাশেদুদ জামান।
পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে রাশেদুদ জামান বলেন, এ পুরস্কার কচুয়া বাসীর। তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম স্যারের দিক নির্দেশনা ও সহকর্মী সকল পুলিশ অফিসারদের সহায়তায় আমি এ পুরস্কার লাভ করেছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পুলিশ সুপার স্যারের প্রতি। যিনি পুরস্কারের জন্য মনোনীত করে কাজের মানোবল বাড়িয়েছেন দ্বিগুণ।