কচুয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কচুয়া বাজারের কাজী মেডিকেল হাসপাতালে স্বত্বাধিকারী ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ।
বৃহস্পতিবার বিকালে বিশ্বরোড এলাকা রাজমহল চাইনিজ রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে কচুয়া বেসরকারি হাসপাতাল মালিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনার মাধ্যমে সভাপতি পদে কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ ঘোষণা দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন আবেগ, সহ-সভাপতি কামরুল ইসলাম, জাফরুল হাসানসহ কচুয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকগন উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত সভাপতি কাজী আনোয়ার উল্লাহ ফরহাদ বলেন, কচুয়ায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকগনদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । বেসরকারি খাতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে একসঙ্গে কাজ করে বেসরকারি হাসপাতালের সেবা দিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করবো। আমাকে সকলের সার্বিক সহযোগিতা করবেন আপনাদের সুখ দুঃখে আমি সবসময় পাশে আছি, এবং ভবিষ্যতে থাকবো।