
কচুয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের রুমির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দলের সদস্যরা ওয়াড্রপের ড্রয়ার ও কাঠের আলমারীর তালা ভেঙ্গে ২ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে কচুয়া পৌরসভার করইশ গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সাবেক কাউন্সিলর আবুল-খায়ের রুমি জানান, আমি পরিবার নিয়ে কচুয়া বাজারের বাসাবাড়িতে থাকি। আমার পুরান বাড়িতে আমার মা ও ভাইয়েরা থাকেন। আমার বসত ঘর মা দেখাশোনা করেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমার মা ঘরের শিকল বেঁধে তালা দিয়ে ছোট ভাইয়ের ঘরে চলে যায়। মধ্যরাতে ঘরের ভিতরে হঠাৎ বিভিন্ন শব্দ শুনতে পেয়ে আমার মা আমার বসতঘরের সামনে আসলে দরজা খোলা অবস্থা দেখতে পায়। ঘরে প্রবেশ করে দেখে ঘরের সকল কিছু এলোমেলো অবস্থা পড়ে রয়েছে। দ্রুত আমাকে ফোন দিয়ে খবর দিলে আমি বাড়িতে এসে দেখি আমার স্ত্রী ও কন্যা সন্তানদের স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা সহ বিভিন্ন প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র ঘরে নেই।
স্থানীয় লোকজন জানান, করইশ গ্রামে প্রায় বাড়িতে চুরি ঘটনা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। বিশেষ কওে এই গ্রামে রাত্রেবেলা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের তৎপরতা অনেকটাই বেড়ে গেছে। মূলত এরাই এই অপরাধগুলোর সাথে জড়িত রয়েছে। কচুয়া থানার আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, বসতঘরে চুরি হওয়ার ঘটনাটি সাবেক কাউন্সিলর মোবাইলে আমাকে অবগত করেছে। লিখিত অভিযোগ পেলে চোর শনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 
























