মতলব দক্ষিণের অন্যতম সাংস্কৃতিক সংগঠন “সনক এর আয়োজনে দিনব্যাপী উচ্চারণ উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার সকাল ৯টা থেকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও আবৃত্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সনক এর উপদেষ্টা রাশেদ বাবু, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র ঢাকা’র কাজি বুশরা আহমেদ তিথি, কণ্ঠশিল্প বাংলা কুমিল্লা’র প্রশিক্ষক ও পরিচালক সাব্বির আহমেদ খান, সনক-এর সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল, সাধারণ সম্পাদক বদরুননাহার লরিন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা আল আমিন ভূইয়া, এ এস পলাশ,বদিউল আলম বাবু, কামরুল হাসান, সুমন সাহা, ইব্রাহীম খলিলসহ আরও অনেকে।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আবৃত্তি কেবল শিল্প নয়— এটি মননশীল ও মানবিক সমাজ গঠনের হাতিয়ার। তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও সাহিত্যচর্চার মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং মনোজ্ঞ আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সফিকুল ইসলাম রিংকু 























