ঢাকা 12:20 am, Monday, 27 October 2025

নিষেধাজ্ঞা শেষ : মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

  • Reporter Name
  • Update Time : 12:18:34 am, Monday, 27 October 2025
  • 0 Time View

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছে শত শত জেলে। আড়তগুলোতে শুরু হয়েছে ইলিশ কেনাবেচা । তবে কাঙ্খিত ইলিশ না পেয়ে অনেক জেলেই হতাশা ব্যক্ত করেন। ব্যবসায়ীরা বলছেন ইলিশ কম পাওয়া গেলেও দাম বাড়েনি।

রোববার (২৬ অক্টোবর ) ভোর থেকেই সদর উপজেলার অন্যতম হরিনা মাছঘাট ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে ওঠে। ঘাট সংলগ্ন এলাকা থেকে কিছু জেলে নদীতে নামছে। আবার কিছু জেলে ইলিশ ধরে ঘাটে নৌকা নিয়ে আসছে। ঘাটে ইলিশ উঠানোর পরেই হাকডাক দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে।

জেলেরা নদী থেকে সরাসরি এই ঘাটে ইলিশ নিয়ে আসে। যে কারণে টাটকা ইলিশ কেনার জন্য এই ঘাটে পাইকারি ও খুচরা ক্রেতা সবসময়ই বেশি থাকে।

লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ছেলে মিজানুর রহমান বলেন, পেশা ইলিশ ধরা । অন্য কাজ করি না। যে কারণে ধার দেনা করা হলেও নদীতে নামতে হয়। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে খরচ বাদ দিয়ে তেমন আর থাকে না।

হরিণা ফেরিঘাট এলাকার জেলে হুমায়ুন ঢালি বলেন, পাঁচজনে মিলে মধ্যরাতে মেঘনায় ইলিশ ধরতে নেমেছি। যে পরিমাণ ইলিশ পেয়েছি তাতে খরচ বাদে তেমন একটা থাকবেনা। হয়তো জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পাওয়া যাবে।

হরিণা মাছ ঘাটে ইলিশ কিনতে এসেছেন ফরিদগঞ্জ থেকে সাইফুর রহমান ও হাবিবুল্লা। তারা বলেন, ঘাটে মাছ থাকলেও দাম কমেনি। দাম আগের মতই।

এই ঘাট থেকে ইলিশ সহ অন্যান্য মাছ ক্রয় করে চাঁদপুর শহরের বাজারগুলোতে বিক্রি করেন খুচরা মাছ ব্যবসায়ী আব্দুর রহমান।

তিনি বলেন, মাছের দাম কমেনি বাড়েওনি। ওজনে এক কেজিতে ৪ টা। প্রতিহালি ইলিশ কিনেছেন ৮০০ টাকা দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। বড় সাইজের পাঙ্গাস কিনেছেন প্রতি কেজি সাড়ে ৮শ’ টাকা ধরে।

এই ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার বলেন, জেলেরা রাত থেকে নদীতে নামলেও কাঙ্খিত ইলিশ পাচ্ছে না। তবে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে দাম বাড়েনি । আগের দামে বিক্রি করছেন তারা। তবে কয়েকদিন অতিবাহিত হলে বুঝা যাবে নদীতে ইলিশ আছে কিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নিষেধাজ্ঞা শেষ : মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

নিষেধাজ্ঞা শেষ : মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা

Update Time : 12:18:34 am, Monday, 27 October 2025

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছে শত শত জেলে। আড়তগুলোতে শুরু হয়েছে ইলিশ কেনাবেচা । তবে কাঙ্খিত ইলিশ না পেয়ে অনেক জেলেই হতাশা ব্যক্ত করেন। ব্যবসায়ীরা বলছেন ইলিশ কম পাওয়া গেলেও দাম বাড়েনি।

রোববার (২৬ অক্টোবর ) ভোর থেকেই সদর উপজেলার অন্যতম হরিনা মাছঘাট ক্রেতা বিক্রেতা সরগরম হয়ে ওঠে। ঘাট সংলগ্ন এলাকা থেকে কিছু জেলে নদীতে নামছে। আবার কিছু জেলে ইলিশ ধরে ঘাটে নৌকা নিয়ে আসছে। ঘাটে ইলিশ উঠানোর পরেই হাকডাক দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে।

জেলেরা নদী থেকে সরাসরি এই ঘাটে ইলিশ নিয়ে আসে। যে কারণে টাটকা ইলিশ কেনার জন্য এই ঘাটে পাইকারি ও খুচরা ক্রেতা সবসময়ই বেশি থাকে।

লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ছেলে মিজানুর রহমান বলেন, পেশা ইলিশ ধরা । অন্য কাজ করি না। যে কারণে ধার দেনা করা হলেও নদীতে নামতে হয়। যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে খরচ বাদ দিয়ে তেমন আর থাকে না।

হরিণা ফেরিঘাট এলাকার জেলে হুমায়ুন ঢালি বলেন, পাঁচজনে মিলে মধ্যরাতে মেঘনায় ইলিশ ধরতে নেমেছি। যে পরিমাণ ইলিশ পেয়েছি তাতে খরচ বাদে তেমন একটা থাকবেনা। হয়তো জনপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পাওয়া যাবে।

হরিণা মাছ ঘাটে ইলিশ কিনতে এসেছেন ফরিদগঞ্জ থেকে সাইফুর রহমান ও হাবিবুল্লা। তারা বলেন, ঘাটে মাছ থাকলেও দাম কমেনি। দাম আগের মতই।

এই ঘাট থেকে ইলিশ সহ অন্যান্য মাছ ক্রয় করে চাঁদপুর শহরের বাজারগুলোতে বিক্রি করেন খুচরা মাছ ব্যবসায়ী আব্দুর রহমান।

তিনি বলেন, মাছের দাম কমেনি বাড়েওনি। ওজনে এক কেজিতে ৪ টা। প্রতিহালি ইলিশ কিনেছেন ৮০০ টাকা দরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ থেকে ২২০০ টাকা। বড় সাইজের পাঙ্গাস কিনেছেন প্রতি কেজি সাড়ে ৮শ’ টাকা ধরে।

এই ঘাটের প্রবীণ মাছ ব্যবসায়ী আবুল কাশেম কালু হাওলাদার বলেন, জেলেরা রাত থেকে নদীতে নামলেও কাঙ্খিত ইলিশ পাচ্ছে না। তবে যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তাতে দাম বাড়েনি । আগের দামে বিক্রি করছেন তারা। তবে কয়েকদিন অতিবাহিত হলে বুঝা যাবে নদীতে ইলিশ আছে কিনা।