হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের পশ্চিম কংগাইশ এলাকায় ইঞ্জি. মমিনুল হকের সমর্থনে বিএনপির উঠান বৈঠকটি সমাবেশে রূপান্তরিত হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিতকরণ ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কংগাইশ মিজি বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন মিয়াজী ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন রবির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির স্বপনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম।
এসময় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহআলম মজুমদার দুলাল, সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার, যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
বৈঠকে বিএনপি নেতা আজাদ হোসেন, জাকির হোসেন, বাবুল মিজি, ইসমাঈল মিজি, মহিলা নেত্রি পারুল বেগম, যুবনেতা সবুজ, লিটন, সাগর’সহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















