হাজীগঞ্জে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে মেসার্স লামিয়া পার্টসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় মনির পেট্টোল পাম্প সংলগ্ন সরকার বাড়ির সামনে যানবাহনের পাইকারি খুচরা পার্টসের বিক্রেতা এ দোকানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন, বদরপুর দরবার শরীফ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পীর শায়েখ আলহাজ¦ আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদ্বেরী। দোয়া ও মোনাজাতে তিনি লামিয়া পার্টসের ব্যবসায়ীক সফলতা ও সমৃদ্ধি এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করেন।
লামিয়া পার্টসের সত্ত্বাধীকারী মো. জসিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মো. সিরাজুল ইসলাম, পরিবহন মালিক ও চালকদের মধ্যে আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, মো. ইউছুফ, রহিম মুন্সী, কবির হোসেন, সাখাওয়াত, আমান-১, আমান-২, আরিফ, সজিব’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী, পরিবহন মালিক, চালক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইফাদ অটোসের ডিলার মের্সাস লামিয়া পার্টস। এখানে ইফাদ, অশোক, লিলেন’সহ সবধরনের যানবাহনের পার্টস সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
নিজস্ব প্রতিনিধি ॥ 




















