ঢাকায় ২০০৬ সালের ২৮ অক্টোবর হাজীগঞ্জের সুদিয়া গ্রামের জসীম উদ্দীন’সহ হত্যাকান্ডের বিচার দাবিতে ও পল্টন ট্রাজেডি দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌর শাখা।
মঙ্গলবার (২৭অক্টোবর) বিকেল ৪টার সময় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ পৌরসভার সভাপতি আবুল হাসানাত পাটওয়ারী।
হাজীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সহকারি সেক্রেটারি এ্যাড. জাহাঙ্গীর আলম প্রধান।
২৮ অক্টোবরের হত্যার বিচার করতে হবে। ৫০ জনেরও অধিক জামায়াত নেতাদেরকে হত্যার উদ্যেশ্যে হাসিনার লগিবৈঠা দিয়ে সন্ত্রাসী কায়দায় মানুষ হত্যা করলো।
প্রতিষ্ঠা থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী দল। ছাত্রলীগ ও যুবলীগের কাজই সন্ত্রাসী করা।
ওইদিন যে মামলা হয়েছিলো সেই মামলা হাসিনা ক্ষমতায় এসে বাতিল করে দেয়। কিন্তু একজন পথচারীর মৃত্যুর পর তার পরিবার থেকে যে মামলা হয়েছে সেই মামলা এখনও চলমান রয়েছে।
এদেশের সকল মানুষকে নিয়ে সাম্যবাদী, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
বিশেষ মেহমান হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা ও কর্মপরিষদের সদস্য, শ্রমিক কল্যান ফেডারেশন চাঁদপুর জেলা কার্যকরি সদস্য ও হাজীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ মীর হোসাইন।
অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও হাজীগঞ্জ উপজেলাধীণ ৬নং বড়কুল ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।
হাজীগঞ্জ পৌরসভা নায়েবে আমীর
হাফেজ মোঃ কবির হোসাইন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা আমীর মাওলানা বিএম কলিম উল্লাহ্ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান।
কোরআন তিলাওয়াত করেন ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কালাম ইসলামী সংগীত পরিবেশন
ইকরাম হোসাইন।
Reporter Name 






















