চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য স্থায়ীভাবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন। আর এই কাজে সহযোগিতায় করে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আর্সেনিকমুক্ত এই গভীর নলকূপ স্থাপন শেষে ফলক উন্মোচন করে কার্যক্রম উদ্বোধন করেন সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজেদ সালাম এবং বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর একরাম আহমেদ।
গভীর এই নলকূপ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সমন্বয় করেন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজীগঞ্জের কৃতি সন্তান ডা. শেখ মইনুল ইসলাম (খোকন)।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক আকবার হোসেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস মিয়া, মিজানুর রহমান তুহিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আব্দুস সাত্তারসহ অন্যান্য শিক্ষকরা।
এসএমএফ বাংলাদেশ কর্তৃক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের কাঙ্খিত আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করায় সংস্থার পক্ষ থেকে আগত অতিথি সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সাজেদ সালাম এবং বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর একরাম আহমেদ ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. শেখ মইনুল ইসলাম (খোকন) কে বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা স্মারক প্রদান করেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 























