যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত যুব সংগঠনদের যুব কল্যাণের জন্য বুধবার (২৯ অক্টোবর ২০২৫) চাঁদপুর জেলা যুব ভবন সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন। এ সময় চাঁদপুর জেলার ৮ টি উপজেলার ১৯টি সংগঠনকে চেক বিতরণ করেন।
চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ভবনের ডিভিসি মোঃ কফিল উদ্দিন, সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া। এছাড়াও ৮ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও জেলার যুব সংগঠন প্রধানগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুব সংগঠনগুলো জেলার যুব সমাজকে সচেতনতায় আরো এগিয়ে আসতে হবে। আরো বেশি বেশি সংগঠন করতে উদ্বুদ্ধ করতে হবে, তাতে সমাজের অন্যায়মূলক কাজ কিছুটা হলেও লাঘব হবে।
প্রধান অতিথি আরো বলেন, যুব সংগঠনের মাধ্যমে প্রতিটি উপজেলায় আরো সংগঠন তৈরী করতে হবে। যুবকদের কর্মমুখী করে আর্তনির্বশীলতায় তৈরী করে তুলতে হবে। যুবকরা যেন চাকুরির পিছনে না দৌড়িয়ে নিজেরাই উদ্যোক্তা হয়। সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজকে পরিচ্ছন্নতায় ফিরিয়ে আনতে হবে। যুবকরা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড না জড়িয়ে মাদক, বাল্য বিবাহসহ সমাজে সচেতন মূলক কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে সমাজের উন্নয়নে এগিয়ে আসবে।
সংগঠন থেকে বক্তব্য রাখেন সোনালী সুদিন সংগঠনের চেয়ারম্যান এমএ হানিফ, ফরিদগঞ্জ অনন্যা যুবকল্যাণ সংঘের সভাপতি রাবেয়া বেগম। উপজেলা যুব উন্নয়ন অফিসারের পক্ষে জনাব মোঃ ফেরদৌস আহমেদ প্রমুখ।
Reporter Name 






















