আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে সংগঠনের দায়িত্বশীল কর্মীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন শহর আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহাজান মিয়া বলেন, নির্বাচনকে ঘিরে কিছু দুষ্কৃতিকারী অপপ্রচার ও অপ্রীতিকর ঘটনার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এসব পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীলদেরকে ধৈর্য, বিচক্ষণতা ও সংগঠিতভাবে কাজ করতে হবে।
ভালো আচরণ ও সৌজন্যের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। প্রতীক দাঁড়িপাল্লাকে মানুষের হৃদয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে গিয়ে দিনমজুর, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নিতে হবে এবং তাদের আস্থা অর্জনের মাধ্যমে সংগঠনের প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে হবে।
কর্মশালায় দায়িত্বশীলদের নির্বাচনী প্রস্তুতি, মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক হোসেন,শহর জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সবুজ খান, ১১ নম্বর ওয়ার্ড আমির মোঃ ওমর ফারুক সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া: 










