বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজান চৌধুরীর ভাতিজা রাশেদ আহমেদ চৌধুরীর স্ত্রীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ আছর চাঁদপুর শহরের বায়তুল হাফিজ জামে মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অঙ্গনের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও চিকিৎসকসহ অসংখ্য মানুষ।
ঢাকার বাডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন—
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাজা শেষে মরহুমার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মুহাম্মদ বাদশা ভূঁইয়া: 










