বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, ফেনী জামিয়া রশীদীয়া মাদরাসার শিক্ষক মাও. মুফতি মোহাম্মদ উল্যাহ, শাহরাস্তি উপজেলার খেড়িহর মাদরাসার প্রধান মুফতি মাও. মুফতি মো. আব্দুল মান্নান, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট দারুল ফয়েজ কোরআনী মাদরাসা ইমাম কাম অডিটর মাও. মুফতি মো. শরিফুল ইসলাম।
মাদরাসার সভাপতি ও ফরিদগঞ্জ মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আরো আলোচনা করেন, লাকসাম মনোহরগঞ্জ উম্মুল ক্বোরা মাদরাসার মুহতামিম মাও. মো. হাবিবুল্লাহ্ মেসবাহ, চাঁদপুর সদর তাফাজ্জল কাজী জামে মসজিদের খতিব মাও. মো. ওমর ফারুক মাসউদী।
মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. আবু বকর ছিদ্দিকের সার্বিক পরিচালনায় প্রধান অতিথির আলোচনা শেষে মৃত মুসলিম নর-নারীদের মাগফেরাত এবং ওই এলাকা’সহ দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















