সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ই আর আই)-এর চেয়ারম্যান ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,নতুন প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। শিক্ষা হলো জাতির সবচেয়ে বড় সম্পদ। ভালো শিক্ষা অর্জন করতে পারলে একজন মানুষ নিজেকে, পরিবারকে ও সমাজকে বদলে দিতে পারে। কারিকুলাম ও কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৎ, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন,এক সময় পরীক্ষায় নকলের প্রবণতা ছিল ভয়াবহ। আমরা সেই সময়ে নকল প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বৃহস্প্রতিবার চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ‘চাহিদাভিত্তিক শিক্ষা ও জেনারেশন-জেড শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘বাংলাদেশের চাহিদাভিত্তিক শিক্ষা, সমস্যা ও সম্ভাবনা এবং জেন-জি সন্মেলন’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য এসম কথা বলেন। কলেজ গর্ভনিংবডির সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) পরিচালক মো. মাইনুল আলম মজুমদার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিবহন নিয়ন্ত্রক (উপ-পরিচালক) মো. মজিবুর রহমান মিয়াজী, জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ এর এএসপি মো. নবীর হোসেন, কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক ও কলেজ গর্ভনিংবডির বিদ্যেৎসাহী সদস্য মো. ইউসুফ মিয়াজী ও ফরহাদ হোসেন সহ আরো অনেকে । এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















