
কচুয়া আর্দশ ওপেন স্কাউট গ্রুপের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার এ সভায় এ কমিটি গঠন করা হয়। আব্দুল বারী কে সভাপতি ও বিপ্লব কুমার সাহাকে সম্পাদক,সহ-সভাপতি কোহিনুর আক্তার, যুগ্ম সম্পাদক এমদাদ উল্লাহ, গ্রুপ স্কাউট লিডার শরীফুল ইসলাম মুন্না, ইউনিট লিডার বিনয় সরকার,মাহফুজা আক্তার,কোষাধ্যক্ষ নাফিসুর রহমান তামিম, সহযোগী সদস্য রিফাত বিন খালেদ,মারুফ হাসান ফারদিন, সৈয়দ আরাফাত সামি, জাহিদুল ইসলাম জাবের। 
প্রধান উপদেষ্টা হিসেবে মনোননীত হন বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি ও পিএসসির সদস্য ডা.মো.আমিনুল ইসলাম,কচুয়া আদর্শ ওপেন স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ স্কাউটস পরিচালক ফারুক আহাম্মদ,বাংলাদেশের পুলিশের এএসপি মো.নবীর হোসেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিংয়ের পরিচালক রফিকুল ইসলাম রনি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ব বিদ্যালয় (পিজি) হাসপাতালের রেন্ট কালেক্টর ইনর্চাজ মো.সাজেদুল হাসান কামাল,শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী,বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের শাহ্। এসময় স্কাউটস গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















