কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে একটি অরাজনৈতিক ও শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক সংগঠন প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসিমপুর সচেতন যুব সমাজ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় হাসিমপুর উত্তর পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, সমাজসেবক শফিকুল রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, মাকসুদা হক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সাবেক শিক্ষক আব্দুল মজিদ মাস্টার,সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম,প্রবাসী গাজী বিল্লাল হোসেন, জসিম উদ্দিন প্রধান, নজরুল ইসলাম, গাজী শাহাদাত। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০২০ সালে প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, শিক্ষার আলো বিকশিত করা। মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান করা। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা,কুইজ,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা। সামাজিক উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করা। দুস্থদের চিকিৎসার জন্য অর্থপ্রদান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ। পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে অসহায় গরিবের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ। প্রত্যাশা এতিম ও পথশিশুদের কল্যাণে কাজ করা। এলাকায় মাদক, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে ফুটবল, ক্রিকেট, বেটমিন্টন টুর্নামেন্ট, সাংস্কৃতি অনুষ্ঠান, গনসচেতনতাসহ চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা। অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এবং অন্যায়, অবিচার ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা।
তারা আরো বলেন, এলাকায় বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। মানবতার কাজকে এগিয়ে নিতে বৃক্ষ রোপন ও শীতবস্ত্র বিতরণ ও ব্লাড ব্যাংক প্রতিষ্টা করে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা। ভবিষ্যতে “প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠন” ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়েও কাজ করবে বলে প্রত্যাশা করেন তারা।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 






















