বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা মধ্য অঞ্চলের উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বাইছায়া আল-বারাকা আইডিয়া একাডেমির মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। এসময় তিনি বলেন,ওলামায়ে কেরামের আগামীর বাংলাদেশ। একঝাঁক হাফেজে কোরআন এবার সংসদে প্রতিনিধিত্ব করবে। নতুন বাংলাদেশের স্লোগান হবে নারেই তাকবীর। সেজন্য আগামী দিনে বাংলাদেশে গঠনের জন্য ইসলামপন্থী মৌলিক যে দলগুলো আছে সবাই আমরা ঐক্যবদ্ধ। একজন মহাদ্দিস, মুফাসসির, হাফেজ দুর্নীতিমুক্ত দেশের জন্য উপযুক্ত নেতা।
বাংলাদেশের মানুষের কাছে দরদী ও পরিচিত নেতা হলেন ডা.শফিকুর রহমান। আমিরে জামায়াত আলেম-ওলামা, কৃষক শ্রমিক, ছাত্র জনতার নেতা। এই দেশে আলেম-ওলামাদের সম্মান যত বাড়বে সৎ লোকের পরিমাণ তত বাড়বে। মুহাদ্দিস মাওলানা আবু নছর আশরাফী কচুয়া আসনের একজন সৎ ও যোগ্য এবং নীতিবান প্রার্থী। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যোগ্য প্রার্থীকে বিজয়ী করবেন। যারা আমাদের শত্রু ছিলো,আমাদের আচরণে তারা আমাদের বন্ধু হয়েছে।
পৌর জামায়াতে আমির মুহাম্মদ জাকির উল্লাহ শাজলীর সভাপতিত্বে ও সদর দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল সামাদ আজাদীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমির এ্যাডভোকেট মোঃ মাসুদ আলম বুলবুল, চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু নছর আশরাফী, উপজেলা আমির এ্যাডভোকেট মোঃ আবু তাহের মেসবাহ, ওলামা বিভাগের জেলার সেক্রেটারি মাওলানা মোঃ নুর মোহাম্মদ খান।
সম্মেলনে বক্তব্য রাখেন, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মমিন,কাদলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউসুফ, মনপুরা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইসহাক খান,ইসলামি আন্দোলনের প্রতিনিধি মাওলানা ইলিয়াস মিয়া,কাদলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. মাসুম বিল্লাহ,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আমির মাওলানা হেদায়েত উল্লাহ, উত্তর কচুয়া ইউনিয়ন আমির সাংবাদিক এমদাদ উল্লাহ, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাখায়াত হোসেন,সদর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন, বিতারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানী,আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক,পালাখাল মডেল ইউনিয়নের আমির মোঃ জসিম উদ্দিন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মী ও সমর্থনরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















