শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করতে কচুয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শনিবার সম্পূর্ণ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ৬ টি কেন্দ্রে একযুগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কচুয়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫ শত ৭১ জন কোমলমতি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ,সাচার উচ্চ বিদ্যালয়, তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়,পালাখাল উচ্চ বিদ্যালয়,গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও রহিমানগর বিবি উচ্চ বিদ্যালয় এ ছয়টি কেন্দ্রে একযুগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রায় একযুগের বেশি কচুয়া উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ নিরপেক্ষ, নকল মুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসায় বেশ সুনাম কুড়িয়ে আসছে।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 




















