ঢাকা 12:04 am, Wednesday, 26 November 2025

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে তার বহিষ্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে বরণীয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনও দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, তা আমাদের অনুপ্রেরণা। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। আমরা অবিলম্বে দল থেকে তার বহিষ্কার দাবি করছি। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাই আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী। লিখিত বক্তব্যে বলা হয়, মনোনয়ন চাইবেন অনেকেই, কিন্তু দল মনোনয়ন দেবেন একজনকে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি যখন প্রাথমিক মনোনয়ন প্রদান করে, তখন আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ নিজে সভা আয়োজন করে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। পরে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশও নেন।

২০২৬ সালের নির্বাচনের জন্যে বিএনপি এবার ২০০৮ সালের নির্বাচনে এ অঞ্চলের একমাত্র আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিজয় উপহার দেওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে মনোনয়ন দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অন্য মনোনয়নপ্রত্যাশীরা বঞ্চিত হয়েছেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার ক্ষোভে দলের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া কোনো মনোনয়নপ্রত্যাশীর কাছ থেকে কাম্য নয়। অথচ এই জঘন্য কাজটি করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

গত শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) এম এ হান্নান তার নিজ বাড়ির অদূরে নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বক্তব্যের কারণে তিনি বিএনপির পদ বহন করার যোগ্যতা হারিয়েছেন। তিনি এখন দলের সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন। তাই আমরা অবিলম্বে এম এ হান্নানকে বিএনপির সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি।

আরো পড়ুন-

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে দাবি জানাচ্ছে, তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে ফরিদগঞ্জ বিএনপিকে রাহুমুক্ত করা হোক।

সর্বশেষ আমরা মনে করি, ব্যক্তির চেয়ে দল বড়ো, দলের চেয়ে দেশ বড়ো। আমরা ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাই;সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, যুবদল নেতা আব্দুল মান্নান পাটওয়ারী, বিএনপি নেতা নাজির পাটওয়ারী, জাকির হোসেন, মানিক মেম্বার, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ।</p>

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা এম এ হান্নানের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন।</p>

উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

উন্নয়নে পিছিয়ে থাকলেও টোল আদায়ে এগিয়ে ফরিদগঞ্জ পৌরসভা

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নানকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : 11:40:42 pm, Tuesday, 25 November 2025

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে তার বহিষ্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান। তিনি বলেন, জিয়া পরিবারের প্রতিটি সদস্য আমাদের কাছে বরণীয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এখনও দলকে নেতৃত্ব দিয়ে আসছেন, তা আমাদের অনুপ্রেরণা। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান প্রকাশ্য সভায় তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য। আমরা অবিলম্বে দল থেকে তার বহিষ্কার দাবি করছি। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাই আজ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী। লিখিত বক্তব্যে বলা হয়, মনোনয়ন চাইবেন অনেকেই, কিন্তু দল মনোনয়ন দেবেন একজনকে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপি যখন প্রাথমিক মনোনয়ন প্রদান করে, তখন আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ নিজে সভা আয়োজন করে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। পরে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশও নেন।

২০২৬ সালের নির্বাচনের জন্যে বিএনপি এবার ২০০৮ সালের নির্বাচনে এ অঞ্চলের একমাত্র আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিজয় উপহার দেওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে মনোনয়ন দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অন্য মনোনয়নপ্রত্যাশীরা বঞ্চিত হয়েছেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার ক্ষোভে দলের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া কোনো মনোনয়নপ্রত্যাশীর কাছ থেকে কাম্য নয়। অথচ এই জঘন্য কাজটি করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

গত শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) এম এ হান্নান তার নিজ বাড়ির অদূরে নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আশেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বক্তব্যের কারণে তিনি বিএনপির পদ বহন করার যোগ্যতা হারিয়েছেন। তিনি এখন দলের সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন। তাই আমরা অবিলম্বে এম এ হান্নানকে বিএনপির সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি।

আরো পড়ুন-

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলা বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে দাবি জানাচ্ছে, তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে ফরিদগঞ্জ বিএনপিকে রাহুমুক্ত করা হোক।

সর্বশেষ আমরা মনে করি, ব্যক্তির চেয়ে দল বড়ো, দলের চেয়ে দেশ বড়ো। আমরা ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাই;সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম টুটুল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সুবিদপুর পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য শফিকুর রহমান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পেয়ার আহম্মদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হোসেন সর্দার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক হারুনুর রশিদ পাঠান, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শরীফ খাঁন, যুবদল নেতা আব্দুল মান্নান পাটওয়ারী, বিএনপি নেতা নাজির পাটওয়ারী, জাকির হোসেন, মানিক মেম্বার, দিদার হোসেন, মনির হোসেন প্রমুখ।</p>

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা এম এ হান্নানের বহিষ্কারের দাবিতে বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রদান করেন।</p>

উল্লেখ্য, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ