কচুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় সেবা উন্নয়ন সংস্থার কার্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনা লিনী কর্মকার।
প্রধান অতিথির বক্তব্য বলেন, নারীর প্রতি সহিংসতা শুধুমাত্র ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি সমাজের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করে। নারীর অসম্মান কোনো জাতি বা সমাজকে এগিয়ে যেতে দেয় না। তাই পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীর প্রতি সম্মান নিশ্চিত করা অপরিহার্য। নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সংকটাপন্ন ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো জরুরি।
তিনি আরো বলেন, নির্যাতনকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
সেবা উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আনোয়ার উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দরিয়া হায়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক সেলিনা আক্তার, উপজেলার হিসাব রক্ষক কার্যালয়ের কম্পিউটার অপারেটর নেছার আহমেদ প্রমুখ। সামাজিক সংগঠন সেবা উন্নয়ন সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে সেবা উন্নয়ন সংস্থার পক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সেবা উন্নয়নের সংস্থার নারী সদস্যরা নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব সমাজের সামনে তুলে ধরা হয়।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 
















