কচুয়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুই বেকারির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদাল। গতকাল রবিবার বিকেলে ঢাকা বেকারি ৪০ হাজার টাকা ও নেয়ামত বেকারের ১০ হাজার জরিমানা করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন,উভয় প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীন ফুড কালার ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫২ ধারার অধীনে দুই প্রতিষ্ঠানে মোট ৫০,০০০ টাকা অর্থদ- করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাধারণ মানুষ এই অভিযান স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের নিয়মিত অভিযান খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥ 



















