
হাজীগঞ্জের কৃতী সন্তান ডাক্তার মোহাম্মদ মহিবুল আলম রুবেলকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, চিকিৎসা খাতে মানবিক সেবা, দক্ষতা ও দায়িত্বশীলতার একটি উজ্জ্বল উদাহরণ।

ডাক্তার মোহাম্মদ মহিবুল আলম রুবেল বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছে। কর্মস্থলে তিনি দায়িত্বশীল, সেবাপরায়ণ ও রোগীবান্ধব চিকিৎসক হিসেবে পরিচিত। রোগীসেবা, পেশাগত দক্ষতা, নিয়মিত গবেষণামূলক কাজ এবং চিকিৎসা শিক্ষায় অবদান—সব মিলিয়ে তিনি সহকর্মী ও রোগীদের মাঝে সমানভাবে সম্মানিত।
দীর্ঘ সময় ধরে চিকিৎসা সেবায় তাঁর নিবেদিত মনোভাব, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নিরলস প্রচেষ্টার ফলেই এ পদোন্নতি অর্জন করেন তিনি। সহকারী অধ্যাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ তাঁর কর্মজীবনে নতুন এক দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সহকর্মীরা।

পদোন্নতির মাধ্যমে দায়িত্ব এবং প্রত্যাশা দুই-ই বেড়ে গেলেও, ডা. রুবেল এই সাফল্যকে মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন—আগামী দিনে আরও বেশি রোগীর সেবা, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং নতুন প্রজন্মের চিকিৎসকদের দক্ষভাবে গড়ে তোলার জন্য কাজ করবেন।
Reporter Name 



















