হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল জব্বার। ১০ ডিসেম্বর সকালে থানা কম্পাউন্ডে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল জব্বার বলেন, সকলের সহযোগিতায় হাজীগঞ্জ হবে একটি সন্ত্রাস ও মাদক মুক্ত শান্তিপূর্ণ একটি উপজেলা। কিশোরগ্যাং দমন, মাদক উদ্ধার, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল অপরাধ দমনে সাংবাদিকসহ সুশীল সমাজের সকলের সহযোগিতা চান তিনি।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি হাছান মাহমুদ, সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. কামাল হোসেন, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিউদ্দিন আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুটুল, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের হাজীগঞ্জ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সিফাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেহেদী হাছান সর্দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. নাছির, সদস্য কাজী মোরশেদ, কবির আহমেদ, জহিরুল ইসলাম জয়, সাখাওয়াত হোসেন শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ মুন্সি, রেজাউল করিম নয়ন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্ল্যাহ, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আলমগীর কবির, তথ্য ও গবেষণা সম্পাদক সুজন দাস, গণমাধ্যম কর্মী মজিবুর রহমান রনি, জসিমউদদীন, প্রেসক্লাবের সদস্য জহির হোসেন, রিয়াজ শাওন, মোশাররফ হোসেন প্রমুখ।
Reporter Name 



















