
হাজীগঞ্জে দোয়া-মাহফিলের মধ্য দিয়ে আমীর হামজা অস্থায়ী শীতবস্ত্র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ-কচুয়া রোডের পাশে মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় শীতবস্ত্র বিক্রয় কেন্দ্রে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাফেজ মাও. মো. নাছির উদ্দিন।

এরপর ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে অস্থায়ী শীতবস্ত্র বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। এসময় প্রেসক্লাবের সভাপতি সহ-সভাপতি সাইফুল ইসলাম, মেহেদী হাছান, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, যুগ্ম সম্পাদক গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক হুমায়ুন কবির, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ, সম্মানিত সদস্য কামাল হোসেন, এসএম মিরাজ মুন্সী, রেজাউল করিম নয়ন, জহিরুল ইসলাম জয়’সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 



















