
চাঁদপুরের হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার এর সাথে হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে হাজীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার সকলের খোঁজ খবর ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটার জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা আমির বিএম করিমুল্লাহ, পৌরসভার আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইচ চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবু জাফর সিদ্দিকী, পৌরসভা নায়েবে আমির মাওলানা কবির হোসাইন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা সফিকুর রহমান, হাজীগঞ্জ পৌরসভা সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, হাজীগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক পাটোয়ারী, ব্যবসায়ী নেতা মহসিন কাসারী, ব্যবসায়ি নেতা হাফেজ আবুল কাসেম, ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকরাম কাসারী, ২ নং ওয়ার্ড জামাতের সেক্রেটারি রাকীবুল হাসান, শহর সিবির সেক্রেটারি আল আমীন প্রমুখ।
Reporter Name 



















