হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধা সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা, দোয়া-মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুস্পস্তবক অর্পণ করে।
এরপর বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহ পাটওয়ারী ও মফিজুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের নেতৃত্বে হাজীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ করে। একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা ছিল দেশকে মেধাশূন্য করার এক গভীর চক্রান্ত।
তিনি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও শিল্পীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি আরো বলেন, বিজয়ের ঠিক আগমুহূর্তে দেশের এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার মূল উদ্দেশ্য ছিল স্বাধীনতার বিজয়কে বাধাগ্রস্ত করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই বুদ্ধিজীবীরা অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং স্বাধীনতার পক্ষে কলম ধরেছিলেন। তাদের জ্ঞান, মুক্ত চিন্তা ও সম্প্রীতির চেতনা আজও জাতিকে অনুপ্রাণিত করে এবং একটি আধুনিক রাষ্ট্র গড়ার প্রত্যয় জাগায়।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, সুলতান আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমুখ।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















