মঙ্গলবার (১৮ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বিশেষ করে যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ ডিসেম্বর সকালে চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। এরপর ২১ ডিসেম্বর চাঁদপুর ক্লাবে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন এবং ২২ ডিসেম্বর এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক নির্মূলে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আয়োজকরা আশা করছেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে এবং মাদকবিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চার হবে।
Reporter Name 























