চাঁদপুরের হাজীগঞ্জে প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) উপলক্ষে সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা। ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে হয়েছে আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা উপলক্ষে এস এস সি ২০০৭ ও এইচ এস সি ২০০৯ বন্ধুদের মাধ্যমে সংগঠিত ও পরিচালিত প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থার আয়োজনে সুবিধা বঞ্চিত শিশু ৫০ ও ৩৫ জন বয়স্কদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম-২০২৫ অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে সহয়োগীতায় রয়েছে ২০০৭ ও ২০০৯ ব্যচের বিভিন্ন স্থানের কিছু বন্ধুরা।
কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন, হাসনাত, রুবেল, মহিউদ্দিন, শশী পলি, ঝর্ণা, কামরুল, শরীফ, বাবলু, তপু, রিজেন।
এই কার্যক্রম গুলোতে আর্থিক ভাবে সহযোগীতরা সবার কাছে দোয়া ছেয়েছেন, তারা যেন এভাবে ভালো কাজে সর্বদাই মানুষের উপকারে আসতে পারে।
Reporter Name 






















