আগামি ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে আগমন উপলক্ষে হাজীগঞ্জে স্বাগত মিছিল করেছেল যুবদল। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠানে মিছিলে নেতাকর্মীদের ঢল নামে।
এদিন হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় চাঁদপুর-৫ আসনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানান, দলীয় নেতৃবৃন্দ।
মিছিলে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক এমএ নাফের শাহ্, সৈয়দ শরীফ আহমেদ, পৌর বিএনিপর যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হেলাল উদ্দিন মজুমদার, এমরান হোসেন, শাহাব উদ্দিন সাবু, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী’সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ পৌর যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার॥ 





















