চাঁদপুরের কচুয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে ৪ বেকারিতে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াতলী, গুলবাহার ও চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে,বালিয়াতলী রহমানিয়া ফুড প্রোডাক্টস,গুলবাহার রয়েল বেকারী এন্ড কনফেকশনারী,চৌমুহনী বাজারের সোনিয়া বেকারী ও ইনসাফ ফুড প্রোডাক্টস।
এসময় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন-সংরক্ষণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ব্যবহার, খবরের কাগজ দিয়ে মোড়কীকরন, নিম্নমানের লবণ, রং মিশ্রিত কেমিক্যাল দিয়ে তৈরি চেরিফল, পচা বাসি খাবার, শ্রমিকদের স্বাস্থ্য ফিটনেস সার্টিফিকেট না থাকাসহ বিভিন্ন অপরাধ প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ আহসান উল্লাহসহ কচুয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির বলেন,ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাবার তৈরি ও খাবার বিক্রি করা বেকারি গুলোতে অভিযান চালানো হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী ৪টি বেকারি মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 






















