মতলব পৌরসভার পানিরটাংকী এলাকায় একটি নিল রংঙ্গের পিকআপ (ঢাকামেট্রো-ন ১২৫৭৭৬) সহ একটি কালো রংঙ্গের গরু আটক করেছে এলাকাবাসী ।
জানাযায় গত ১৯ জানুয়ারী প্রায় ১২টার সময় চাঁদপুর সদরের সফরমালী বাজার থেকে সিরাজ মিয়া নামের এক ব্যাক্তি একটি গরু ক্রয় করে বাঁশের সাথে বেধে হাসিলের টাকা দিতে যায় । এই সুযোগে চুরের দল গরুটি চুরি করে পিকাপে তোলে নিয়ে যাওয়ার সময় গরুর মালিক দেখে ফেলে তখন গরুর মালিক সিরাজ মিয়া সিএনজি নিয়ে পিকাপের পিছু নেয় পরে মতলবের পানির ট্যাংকি চৌরাস্তা এলে সিএনজি থেকে পিকাপে উঠে গরুর মালিক । একটু সামনে যেতেই লাথি মেরে গাড়ী থেকে নিচে ফেলে দিলে গাছের সাথে ধাক্কা লেগে গুরতর আহত হয় সিরাজ মিয়া । তখনও পিছু ছাড়েনি সিএনজি চালক পানিরটাংকী এলাকায় এসে জ্যামে পরে পিকাপটি তখন সিএনজি চালকের ডাকচিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এলে গাড়ী রেখে পালিয়ে যায় চোরের দল । পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে পিকাপ সহ গরু থানায় নিয়ে আসেন ।
এলাকার তাজুল ইসলাম বলেন সিএনজি ড্রাইভার ডাকচিৎকার দিলে আমরা এসে দেখি গাড়ী রেখে পালিয়ে যায় চোরের দল । পরে পুলিশ এসে পিকাপ এবং গরু থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে গরুর মালিক সিরাজ মিয়া বলেন সফরলামী বাজার থেকে আমার গরু চুরি করে নিয়ে যাচ্ছিল । আমি সিএনজি নিয়ে পিছু নিয়ে গাড়ীতে উঠলে তারা আমাকে গাড়ী থেকে ফেলে দেয় । এলাকাবাসী আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এ ঘটনায় আমি চাঁদপুর সদর থানায় মাললা দায়ের করেছি ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন এ বিষয়ে চাঁদপুর সদর থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
সফিকুল ইসলাম রিংকু 






















