ঢাকা 9:04 pm, Sunday, 31 August 2025

কচুয়ায় ট্রাকের পিছনের ঢালা পড়ে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 10:52:04 pm, Thursday, 10 November 2022
  • 26 Time View

কচুয়ায় শিুশুর মৃত্যুতে পরিবারর আহাজারি।

কচুয়া প্রতিনিধি:

চাঁদুপরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে খেলতে গিয়ে ট্রাকের পিছনের ঢালা পড়ে ফাহমিদা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির সাগর হোসেনে ছোট মেয়ে।

নিহতের বাবা সাগর হোসেন জানান, ফাহমিদা আক্তার বাড়ির সামনের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এসময় ফাহমিদার চেয়ে একটু বড় শিশুরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের উপরে উঠতে চেষ্টা করলে আকস্মিক ভাবে ট্রাকের ঢালা খুলে পড়ে ফাহমিদার মাথায় পড়ে মাথা ফেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফুটফুটে চেহারার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। স্থানীয় অধিবাসীদের মাঝে ও নেমে এসেছে শোকের ছায়া।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিয়োগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মারা গেছেন হাবিবুল বশর মাইজভাণ্ডারী

কচুয়ায় ট্রাকের পিছনের ঢালা পড়ে শিশুর মৃত্যু

Update Time : 10:52:04 pm, Thursday, 10 November 2022

কচুয়া প্রতিনিধি:

চাঁদুপরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে খেলতে গিয়ে ট্রাকের পিছনের ঢালা পড়ে ফাহমিদা আক্তার (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ভূঁইয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ফাহমিদা আক্তার ভূঁইয়ারা বেপারী বাড়ির সাগর হোসেনে ছোট মেয়ে।

নিহতের বাবা সাগর হোসেন জানান, ফাহমিদা আক্তার বাড়ির সামনের রাস্তায় অন্যান্য শিশুদের সাথে খেলতে যায়। এসময় ফাহমিদার চেয়ে একটু বড় শিশুরা রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের উপরে উঠতে চেষ্টা করলে আকস্মিক ভাবে ট্রাকের ঢালা খুলে পড়ে ফাহমিদার মাথায় পড়ে মাথা ফেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ফুটফুটে চেহারার শিশুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। স্থানীয় অধিবাসীদের মাঝে ও নেমে এসেছে শোকের ছায়া।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিয়োগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।