ঢাকা 4:50 am, Wednesday, 3 September 2025

প্রাথমিকের নতুন বই মিললো ভাঙ্গারী দোকানে

  • Reporter Name
  • Update Time : 05:38:30 pm, Wednesday, 18 January 2023
  • 21 Time View

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমাণ দোকানে (ভ্যানগাড়ি) পাওয়া গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন বই।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

ভাঙারি ব্যবসায়ীর বরাত স্থানীয়রা জানান, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙারি ব্যবসায়ী বইগুলো নছরতরপুরস্থ মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে তা স্থানীয়দের কাছে ধরা পড়ে।

শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ম থেকে ৫ম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, সরকারি বই উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

প্রাথমিকের নতুন বই মিললো ভাঙ্গারী দোকানে

Update Time : 05:38:30 pm, Wednesday, 18 January 2023

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমাণ দোকানে (ভ্যানগাড়ি) পাওয়া গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন বই।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

ভাঙারি ব্যবসায়ীর বরাত স্থানীয়রা জানান, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ভাঙারি ব্যবসায়ী বইগুলো নছরতরপুরস্থ মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে তা স্থানীয়দের কাছে ধরা পড়ে।

শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ম থেকে ৫ম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, সরকারি বই উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি। তবে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষা কর্মকর্তা ও পুলিশ পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।