ঢাকা 1:37 pm, Sunday, 31 August 2025

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ ঘর পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : 06:13:09 pm, Friday, 20 January 2023
  • 21 Time View

ছবি-কচুয়া প্রতিনিধি

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর মুন্সী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে মুন্সী বাড়ির নবীর হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলোতে।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর পরই এলাকাবাসী এসে মহিলা, বৃদ্ধ ও শিশুদের নিরাপদে সরিয়ে নিলেও বসত ঘরের মালামাল সরাতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. নাজমুল হাসান। এছাড়া রাতেই তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন।

কচুয়া উপজেলা ফায়ার স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধন হয়।

তবে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ ঘর পুড়ে ছাই

Update Time : 06:13:09 pm, Friday, 20 January 2023

কচুয়া প্রতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর মুন্সী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে মুন্সী বাড়ির নবীর হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলোতে।

খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

স্থানীয়রা জানায়, আগুন লাগার পর পরই এলাকাবাসী এসে মহিলা, বৃদ্ধ ও শিশুদের নিরাপদে সরিয়ে নিলেও বসত ঘরের মালামাল সরাতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও মো. নাজমুল হাসান। এছাড়া রাতেই তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন।

কচুয়া উপজেলা ফায়ার স্টেশন অফিসার মাহতাব মন্ডল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধন হয়।

তবে ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।