রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। ভবনে অনেক বাসিন্দা আটকা পড়ার শঙ্কা করছে ফায়ারসার্ভিসের কর্মীরা।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৭ তলায় আগুন লেগেছে। ১২ তলায় অনেকেই আটকে আছে। তবে তাদের সমস্যা হবেনা বলে তিনি যোগ করেন।
Reporter Name 























