ঢাকা 4:51 am, Wednesday, 3 September 2025

একই পরিবারে ৬৩জন কোরআনে হাফেজ

  • Reporter Name
  • Update Time : 09:41:14 am, Thursday, 23 February 2023
  • 28 Time View

একই পরিবারের ৬৩জনই কোরআনের হাফেজ। একই পরিবার থেকে ৬৩ জন সদস্য কোরআনে হাফেজ হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার  শাহজাহান হাওলাদারের পরিবারের সদস্য তারা।

শাহজাহান হাওলাদার মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে। সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম এলাকার বাসিন্দা। বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করেন তিনি।

জানা যায়, নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির ৩ একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন ১২টি মাদরাসা ও ৩টি মসজিদ। তার ৬ ছেলে ও ৪ মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররাও এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। ২ বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৫৭ জন আর এখন ৬৩ জন।

এ প্রসঙ্গে শাহজাহান হাওলাদার বলেন, আমার পরিবারে ১১ জন নাতজামাই, তারা সবাই হাফেজ। এ ছাড়া আমার পরিবারের ছেলে-মেয়ে, নাতবউসহ ৬৩ জন হাফেজ-হাফেজা রয়েছেন। এর মধ্যে ৪০ জনই আন্তর্জাতিক হাফেজ।

এদিকে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, শাজাহান হাওলাদার তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। তিনি তার পরিবারের ৬৩ জনকে আল্লাহর পথে নিয়েছেন। এটা গর্বের বিষয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মেয়াদ ছাড়া রসমালাই, রং মিশিয়ে ঘি তৈরি করায় জরিমানা

একই পরিবারে ৬৩জন কোরআনে হাফেজ

Update Time : 09:41:14 am, Thursday, 23 February 2023

একই পরিবারের ৬৩জনই কোরআনের হাফেজ। একই পরিবার থেকে ৬৩ জন সদস্য কোরআনে হাফেজ হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পটুয়াখালীর বাউফল উপজেলার  শাহজাহান হাওলাদারের পরিবারের সদস্য তারা।

শাহজাহান হাওলাদার মৃত হাজী নূর মোহাম্মদ হাওলাদারের ছোট ছেলে। সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম এলাকার বাসিন্দা। বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাস করেন তিনি।

জানা যায়, নিজের পৈতৃক সম্পত্তি ও মামাবাড়ির ৩ একর সম্পত্তি বিক্রি করে তিনি নির্মাণ করেছেন ১২টি মাদরাসা ও ৩টি মসজিদ। তার ৬ ছেলে ও ৪ মেয়ে কোরআনের হাফেজ। তাদের বংশধররাও এখন হাফেজ হয়ে সংখ্যাটি বাড়িয়ে চলেছেন। ২ বছর আগে তাদের পরিবারে হাফেজ ছিলেন ৫৭ জন আর এখন ৬৩ জন।

এ প্রসঙ্গে শাহজাহান হাওলাদার বলেন, আমার পরিবারে ১১ জন নাতজামাই, তারা সবাই হাফেজ। এ ছাড়া আমার পরিবারের ছেলে-মেয়ে, নাতবউসহ ৬৩ জন হাফেজ-হাফেজা রয়েছেন। এর মধ্যে ৪০ জনই আন্তর্জাতিক হাফেজ।

এদিকে বাউফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, শাজাহান হাওলাদার তার পরিবারের প্রতি কৃতজ্ঞ। তিনি তার পরিবারের ৬৩ জনকে আল্লাহর পথে নিয়েছেন। এটা গর্বের বিষয়।