আবু মুছা আল শিহাব:
চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহদোর দুই ভাই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে শাহরাস্তি পৌরসভাধীন পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে এ ঘটনা । মারা যাওয়া ভাই-বোন ওই বাড়ির মো. শাহজাহান ভুইয়ার ছেলে আব্দুর রহমান ফাহিম (৭) ও বড় মেয়ে ফাহিমা আক্তার (১৫)।
জানা গেছে, এদিন দুপুরে বাড়ির একটি টিউবওয়েলের সাথে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে শিশু আব্দুর রহমান ফাহিম। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বড়বোন ফাহিমা আক্তারও বিদ্যুৎষ্পৃষ্ট হয়। তাৎখনিক বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই বাড়ির বাসিন্দা মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট আব্দুর রহমান শারিরিক প্রতিবন্ধী ও ফাহিমা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী। তাদের বড় ভাই আজিজ ফাহাদও (২৩) সেও শারীরিক প্রতিবন্ধী।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, হাসপাতালে আমরা দুইজনকেই মৃত অবস্থায় পেয়েছি।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিহত দুইজনের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।