চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজ সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপরে কলেজের ডাকাতিয়া-২ ছাত্র-শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
বিদায় সংবর্ধনা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন , তোমাদের এই বিদায়ের মধ্যেই কঠিন দিন পার করতে হবে।
তিনি আরো বলেন শিক্ষার্থীদের বড় চাকরি আর অনেক টাকা ইনকাম করলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সম্মান, শ্রদ্ধা আর আদর্শবোধ থাকতে হবে।
তিনি আরো বলেন জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে পুরান বাজার ডিগ্রী কলেজ এতে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের অবদান অনস্বীকার্য ।
হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান পাটোয়ারী’র পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী মো রুবেল হোসেন ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূপুর বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রধান মুজিবুর রহমান পাটওয়ারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ফেরদৌসী বেগম, সমাজকর্ম বিভাগীয় প্রধান মো: ঈমান হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান মো: শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শামীম সুলতানা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিঠুন চন্দ্র, আল-আমিন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক মো. মোস্তফা কামাল।