বেলজিয়ামে এক ব্যক্তি নিজের মাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে খালে ফেলে দিয়েছেন। বৃহস্পতিবার গ্রেপ্তারের পর এই ভয়ানক হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় প্রসিকিউটররা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের লিজ শহরের উপকণ্ঠে একটি খাল থেকে দুটি হাত ও দুটি পাসহ ফ্রিজ উদ্ধার হয়। এরপর হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়। পরবর্তীতে গোয়েন্দারা মরদেহের মাথা ও শরীরের বাকি অংশ পার্শ্ববর্তী একটি নদীতে ফেলা আবর্জনার পাত্র থেকে উদ্ধার করে।
লিজ প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র জানান, মরদেহের শরীরে থাকা একটি ট্যাটু ৭০ বছর বয়সী নারীর পরিচয় সনাক্তে সহায়তা করে। হত্যার শিকার নারীর ৩৫ বছর বয়সী ছেলেকে বৃহস্পতিবার ভোরে ব্রাসেলস বিমানবন্দরের কাছের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসিকিউটর অফিসের মুখপাত্র ক্যাথরিন কলিগনন বলেন, ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় ফ্লাইট ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি মাকে হত্যার কথা স্বীকার করেছেন। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রাথমিক তদন্তে জানা যায়, লিজের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেরিং এলাকায় এই হত্যাকাণ্ড হয়। হত্যার শিকার ওই নারী তাঁর দুই সন্তান ও এক নাতির সাথে থাকতেন। করোনা মহামারীর পর থেকে তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন। অভিযুক্ত ওই ছেলে ও মায়ের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো।